• E-paper
  • English Version
  • শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

×

শ্রীলঙ্কা নৌবাহিনীর হামলায় ভারতীয় জেলের মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৬৬ পড়েছেন

ঢাকা অফিস:

পক প্রণালিতে শ্রীলঙ্কার নৌবাহিনীর হামলায় এক ভারতীয় জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো একজন। এ ঘটনায় বৃহস্পতিবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রিয়ঙ্কা বিক্রমসিংহকে তলব করে ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার সকালে কচ্চতিভু দ্বীপের পাঁচ নটিক্যাল মাইল উত্তরে একটি স্থানে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ইচ্ছাকৃতভাবে ভারতীয় জেলেদের একটি নৌকায় ধাক্কা দেয়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে চারজন ভারতীয় জেলে ছিলেন। তাদের মধ্যে একজন মারা যান। অন্যজন পানিতে পড়ে এখনো নিখোঁজ রয়েছেন। কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় তামিলনাড়ুর জেলেদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ ভারতের। জুলাই মাসে পক প্রণালিতে ভারতীয় জেলেদের পাল্টা হামলায় শ্রীলঙ্কার এক নৌ সেনার মৃত্যু হয়। তার বদলা নিতে হামলা আরো বেড়েছে বলে অভিযোগ তামিলনাড়ুর জেলেদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA