• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

×

খুলনায় ঢাকঢোল পিটিয়ে লাল নিশানা উড়িয়ে জমি বুঝিয়ে দিল আদালত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৭৯ পড়েছেন

খুলনায় আদালত জমি বুঝিয়ে দিয়েছে ডিগ্রীদারকে। বৃহস্পতিবার সকালে ঢাকঢোল পিটিয়ে ও লাল নিশানা উড়িয়ে নগরীর গোবরচাকা এলাকার সৈয়দ জাহিদুল ইসলাম গংকে এই জমি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় খুলনা যুগ্ম জেলা জজ ২য় আদালতের জারীকারক উপস্থিত ছিলেন। আদালতের দখল বুঝিয়ে দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ।

ঘটনার বিবরণে জানা যায়, খুলনা নগরীর গোবরচাকা এলাকার মরহুম সৈয়দ রবিউল ইসলামের ছেলে সৈয়দ ইসলাম গংরা আদালতে অভিযোগ করেন নগরীর সামসুল রহমান রোগ এলাকার মৃত আওসাফুর রহমান শেখের মেয়ে সুলতানা টিপু গংরা তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৮৬ শতক জমি জোর পুর্বক দখল করে রেখেছে। প্রথমে সামাজিকভাবে জমি দাবি করলে তারা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে। পরে বাধ্য ২০১৬ সালে খুলনা যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২০ সালের ২রা মার্চ প্রাথমিকভাবে আদালত সৈয়দ জাহিদুল ইসলাম গংকে প্রাপ্য জমি বুঝিয়ে দিতে রায় দেন। এরপর ২০২০ সালের ১০ মার্চ প্রাথমিক ডিক্রী দেয় এবং চূড়ান্ত ডিক্রী দেন ২০২১ সালের ৮ নভেম্বর । পরে আদালত ২০২১ সালের ০৮ ডিসেম্বর চূড়ান্ত ডিক্রীর আদেশ দেয়। তারপরও বিবাদিরা জমি বুঝিয়ে দিতে গড়িমশি করায় আদালত স্বশরীরে ঘটনাস্থলে উপস্থিত থেকে সৈয়দ জাহিদুল ইসলামসহ সকলের জমি বুঝিয়ে দেন।

মামলার বাদি সৈয়দ জাহিদুল ইসলাম জানান, দির্ঘদিন হলেও আদালতের রায় ও স্বশরীরে উপস্থিত থেকে জমিয়ে বুঝে দেওয়া আমরা সন্তুষ্ট। আদালত একজন এ্যাডভোকেট কমিশনের মাধ্যমে জমি মেপে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আদালতের এ দখল বুঝিয়ে দেয়া দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA