• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

×

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৩ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় মাঠপাড়া—গদাইবিল সড়কের উপর হাটু পানিতে দাড়িয়ে স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ব্যবসায়ী মো. রুহুল আমিনের নেতৃত্বে বক্তব্য রাখেন, মো. মিরাজ আহম্মেদ মুন্না, শরিফুল ইসলাম, কবির হোসেন, নজররুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ। বক্তারা বলেন, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় শহরের কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের মানুষ দীর্ঘ এক মাস জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে।

প্রভাবশালীরা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে ঘের করার কারণে হাজারো পরিবার বর্তমানে জলাবদ্ধতার মধ্যে রয়েছে। বাড়িঘরে পানি উঠেছে। টিউবওয়েল গুলো অকেজো হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়ার কোন উপায় নেই কারো। এখনই জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ না নিলে এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে বক্তারা আরো বলেন। বক্তারা এসময় পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করেত ঘের মালিকদের এক ঘণ্টার আল্টিমেটাম দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA