শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
মনিরুল ইসলাম মনি সাতক্ষীরা :
সাফ চাম্পিয়নশীপে বাংলাদেশ নারী ফুটবল দল নেপালকে হারিয়ে ২-১ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সাতক্ষীরাতে আনন্দ র্যালি করেছে জেলা ক্রীড়া সংস্থা।
বৃহস্পতি বার (৩১ অক্টোবর) দুপুর ২ টার সময় শহরের তুফান কোম্পানি মোড় এলাকা থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাইদুল ইসলাম শাহীন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক ফুটবল কোচ সিরাজুল ইসলাম খান,রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সাতক্ষীরা ফুটবল নারী দলের কোর্স কৃতি খেলোয়াড় জাতীয় দলের ডিফেন্ডার আফিদা প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাতক্ষীরা এ্যারিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আইনূল ইসলাম নান্টাসহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আনন্দ র্যালি শেষে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ফুল ও মিষ্টি নিয়ে বাংলাদেশ সাফ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, কৃতি খেলোয়াড় মাছুরা পারভীন, ও শহরের সুলতানপুরে অবস্থিত আফিদা প্রান্তির বাসায় যান। সেখানে উপস্থিত সাফ চাম্পিয়নশীপ বাংলাদেশ নারী ফুটবল দলের কৃতি খেলোয়াড় ডিফেনডার আফিদা প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, মা মমতাজ খাতুন মিরাসহ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে তারা আফিইদার বাবা ও মাকে মিষ্টি মুখ করান। এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও বিভিন্ন জায়গা থেকে আসা ক্রীড়ামোদী মানুষ পরিবারের সদস্যরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। একপর্যায়ে কৃতি খেলোয়াড় আফিদা প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স ও মা মমতাজ খাতুন মিরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে উপস্থিত সাংবাদিক কাছে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় অফিইদার বাবা ও মা তাদের দুই মেয়ে ফুটবলার আফিইদা প্রান্তি ও জাতীয় বক্সার আফরা খন্দকার প্রাপ্তি জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এবং ভবিষ্যতে যেন তাদের দুই সন্তানের সরকারি চাকরী হয় সে জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া সংস্থার সদয় দৃষ্টি কামনা করেন।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন বলেন, সাফ চাম্পিয়নশীপে বাংলাদেশ নারী ফুটবল দলে অংশ নেওয়া তিন খেলোয়াড় অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেনডার আফিইদা প্রান্তি ও মাসুরা পারভীন পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলে বাংলাদেশকে বিজয়ে চুড়ান্ত সাফল্য এনে দিয়েছে। এতে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল ফেডারেশন ও সাতক্ষীরাবাসী গর্বিত। অচিরেই তারা ঢাকা থেকে সাতক্ষীরায় ফিরলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জমকালো সংবর্ধনা দেওয়া হবে। তিনি আরও বলেন, ফুটবলে সাবিনা,আফিইদা প্রান্তি, মাসুরা, ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, দ্রুততম মানবী শিরিনা সুলতানাসহ সাতক্ষীরার ১০৯ জন সাবেক ও বর্তমান আন্তজার্তিক মানের খেলোয়াড় রয়েছে। বর্তমানে ৫০ জন জাতীয় দলে বিভিন্ন ইভেন্টে খেলা করছেন। সরকারের কাছে সাতক্ষীরা খেলা-ধুলার মানউন্নয়নের জন্য একটি আন্তিজার্তিক মানের ক্রীড়া কমপ্লেক্স দাবি করেন তিনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA