খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নগরীতে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপথ দখলকারীদের অপসারণ ও জরিমানা করা হয়।
অবৈধ দখল অপসারণকালে নগরীর সাত রাস্তার মোড়স্থ হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদার এবং চা বিক্রেতা আনোয়ার হোসেন’কে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ৩ হাজার ও ২ হাজার টাকা, ময়লাপোতা মোড়স্থ বনানী ফার্ণিচারের স্বত্ত্বাধিকারী বিমল মন্ডল’কে ফুটপথের উপর কাঠ রাখার অপরাধে ১০ হাজার টাকা এবং সড়ক ও ফুটপথের উপর কাঠের গুড়ি রেখে মাংস ব্যবসা পরিচালনার অপরাধে মাংস ব্যবসায়ী মো: মুন্না-কে ৫ হাজার; মো: শফিকুল ইসলাম-কে ৫ হাজার; রাজু হোসেন-কে ২ হাজার ৫’শ এবং মিঠু কুরাইশী-কে ২ হাজার ৫’শ টাকা, শেরে বাংলা রোডে ফুটপথের উপর মটর সাইকেল মেরামত করার অপরাধে গ্যারেজ মালিক রবিউল ইসলাম-কে ২ হাজার টাকা; ড্রেনের উপর ফ্রিজ রাখার অপরাধে মুদি ব্যবসায়ী মনির হোসেন-কে ২ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় মুদি ব্যবসায়ী মো: ফারুক-কে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।