• E-paper
  • English Version
  • শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

×

খুলনা মহানগরী আমীরের শপথ গ্রহন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩ পড়েছেন

খবর বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক সকলের প্রতি দাওয়াতী কাজের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, আমাদের এই দায়িত্বশীল নির্বাচন প্রক্রিয়া খুবই সুষ্ঠু সুন্দর। খুব স্বচ্ছভাবে রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমীর নির্বাচন করা হয়। আমীরদেরকে আমরা সব সময় সাংগঠনিক কাজে সহযোগিতা করবো। সবাই মিলে এই অঞ্চলের মানুষের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দিনের পথে যারা থাকে তারাই পরস্পর ভাই ভাই। এই সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। আগামী দুই বছর দায়িত্বশীলদের পূর্বের সকল পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী সংকট, সংঘর্ষ, দেশি- বিদেশি ষড়যন্ত্র এই দায়িত্বশীলদেরই মোকাবেলা করতে হবে। তাই তিনি দায়িত্বশীলদের কাজে সহযোগিতা করতে উপস্থিত রুকন সদস্যদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (০৯ নভেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটির মিলনায়তনে খুলনা মহানগরীর নবনির্বাচিত আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম এবং খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন প্রমুখ।

প্রধান অতিথি খুলনা মহানগরীর নব-নির্বাচিত আমীর হিসেবে অধ্যাপক মাহফুজুর রহমানকে শপথ পাঠ করান। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃস্টি হয়।

প্রধান অতিথি আরও বলেন, একজন ঈমানদারের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য ইসলামী আন্দোলনে শামিল হতে পেরেছে। দ্বীন কায়েমের আন্দোলন আল্লাহর ফরজ বিধান। এই বিধান পালনের জন্য যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করে তারা আল্লাহর মনোনীত। কারণ আল্লাহ ইসলামী আন্দোলনে তাকেই যুক্ত করে, যাকে তিনি পছন্দ করেন। রুকন সদস্যরা আল্লাহর কাছে জান মাল দিয়ে দ্বীন কায়েমে শামিল থাকার শপথ করেছে। আল্লাহ শপথবদ্ধদের জন্য শপথের বিপরীতে জান্নাত প্রস্তুত রেখেছে। যারা শপথ ভঙ্গ করবে তারা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে জামায়াতে ইসলামীর আমীরের কাছে নয়।

তিনি বলেন, সাড়ে ১৫ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে। হাজার হাজার লোক আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনও অনেকে চিকিৎসাধীন। চিকিৎসা চলা অবস্থায় অনেকের মৃত্যু হচ্ছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের শাহাদাৎ কবুল করুন। আমি নিহত ও আহতদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের চিকিৎসার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সকল শ্রেণী-পেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

অধ্যাপক মাহফুজুর রহমানের শপথ গ্রহণ শেষে উপস্থিত রুকন সদস্যদের উদ্দেশ্যে বলেন, একজন আমীরের পক্ষে এককভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করা সহজ ও সম্ভব নয়। এই জন্য রুকন সদস্যদের শ্রম, ঘাম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি তার দায়িত্ব পালনে রুকন সদস্যদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA