• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

×

খুলনার বটিয়াঘাটায় সরকারীভাবে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৩০ পড়েছেন

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সরকারীভাবে চলতি বছরের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। রবিবার সকালে বটিয়াঘাটা উপজেলা খাদ্য-গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা অভ্যন্তরীণ সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি শরীফ আসিফ রহমান। বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, উপজেলা পল্লি উন্নয়ণ কর্মকর্তা সুলতানা নাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা। বটিয়াঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবরিনা ইয়াসমিনের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক গৌর দাস ঢালী, সাংবাদিক তরিকুল ইসলাম, মিল মালিক সতেন্দ্রনাথ সরকার, শ্রমিক সরদার হাফেজ মুন্সি, ইউনুস হাওলাদার প্রমূখ।

চলতি বোরো মৌসুমে বটিয়াঘাটা উপজেলায় ৩২ টাকা দরে ৬৮৪ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের নিকট থেকে ‘কৃষক অ্যাপের’ মাধ্যমে, ৪৫ টাকা দরে ১৫১২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৪ টাকা দরে ২৭৬ মেট্রিক টন আতপ চাল নিবন্ধিত মিলারদের সাথে চুক্তি সম্পাদনের মাধ্যমে সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর। ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA