• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

×

তালায় ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৩ পড়েছেন

দেশ প্রতিবেদক, তালা :
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে তালায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তালা উপজেলা খাদ্য গুদামের আয়োজনে বুধবার সকাল ১১ টায় পাটকেলঘাটায় খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, পাটকেলঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, মিল মালিক সমিতির সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব পলাশ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, কৃষক প্রতিনিধি ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার উপজেলার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৫০০ মেট্রিক টন, চাল প্রতিকেজি ৪৫ টাকা এবং ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১৭ মেট্রিক টন, ধান প্রতিকেজি ৩২ টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA