• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

×

মুদ্রণ শিল্প মালিক সমিতির সভায় রেট বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪৪ পড়েছেন

বিজ্ঞপ্তি :
খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে\ মালিক সমিতি কর্তৃক নির্ধারিত রেট বাস্তবায়নের মধ্য দিয়ে মালিকদের স্বার্থ সংরক্ষণ সহ শ্রমিক কর্মচারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টায় আরাফাত হোটেলের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ জি এম হোসেন মাহমুদ বাচ্চু, শিল্প ও ফাক্টরী বিষয়ক সম্পাদক মো. রকিবুল আলম সজীব, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদ পারভেজ খান হিরণ, নির্বাহী সদস্য মো. সাইদুর রহমান ও শংকর ঘোষ। সভায় মালিক সমিতি কর্তৃক নির্ধারিত রেট বাস্তবায়ন, চাঁদা এবং সদস্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি উপ কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. মিজানুর রহমান বিশ^াসকে আহবায়ক এবং মো. মাসুদ পারভেজ খান হিরণকে সদস্য সচিব এবং মো. নাসিরউদ্দিন, জি এম হোসেন মাহমুদ বাচ্চু, মো. রকিবুল আলম সজীব, মো. সাইদুর রহমান ও শংকর ঘোষকে সদস্য করা হয়েছে। এই কমিটি সভার সিদ্ধান্ত মোতাবেক কার্যক্রম সম্পন্ন করে ২১ মে ’২৪ খ্রি. মঙ্গলবারের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকের কাছে প্রতিবেদন দাখিল করবেন বলে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA