বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলা টিভি মুক্তিযুদ্ধের পক্ষের একটি অন্যতম গণমাধ্যম। দেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন-সমৃদ্ধির কথা তুলে ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামি দিনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে দেশ ও জণগণের কথা বস্তুনিষ্ঠ ভাবে তুলে ধরবে এ প্রত্যাশা করেন অতিথিবৃন্দ। তারা বাংলা টিভির ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতি ধারা বজায় রেখে আরো এগিয়ে যাবে এই শুভ কামনা জানান। বাংলা টিভির খুলনা অফিসের আয়োজনে রবিবার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলা টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন। বাংলা টিভির খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) এস এম আল বেরুনী, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক দেশ সংযোগের সম্পাদক ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মুন্সি মাহবুবুল আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মো শফিকুর রহমান পলাশ, বিএফইউজে’র যুগ্ম মহাসচীব মোল্লা হেদায়েত হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুনিল দাস, এন টিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি, যমুনা টেলিভিশনের খুলনার স্টাফ রিপোর্টার প্রবির বিশ্বাস, আর টিভির খুলনা প্রতিনিধি মীর মনির, কেইউজের সাবেক সাধারণত সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সাংবাদিক কাজী শামীম আহম্মেদ, বিজয় টিভির খুলনা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বাংলা টিভির বটিয়াঘাটা প্রতিনিধি মামুন রেজা হাওলাদার, সাংবাদিক হাসান তানজির, শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবু, মো: আরিফুর রহমান, বাংলা টিভির খুলনা ক্যামেরা পারসন মো: জালাল শেখ, আর টিভির খুলনা ক্যামেরা পারসন জি এম দুলাল, মেহেদী হাসান পলাশ প্রমূখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA