• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

×

“ত্রান চাইনা,টেকসই বেড়িবাঁধ চাই”  সরকার জরুরী ভিত্তিতে বেঁড়িবাঁধ সংস্কার করে জলবন্দি মানুষদের মুক্ত করবে-ভুমিমন্ত্রী 

  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮০ পড়েছেন
স্নেহেন্দু বিকাশ, 
উপকূলীয় খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ চন্দ্র-এমপি বলেছেন, সরকার জরুরী ভিত্তিতে পাউবো’র বেড়িবাঁধ মেরামত করে ভাঙন কবলিত মানুষের জলবন্ধি জীবনের অবসান ঘটাবে। তিনি বুধবার দুপুরে উপজেলার দ্বীপবেষ্ঠিত দেলুটী ইউনিয়নের তেলিখালীতে ভদ্রা নদীর ভয়াবহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ফুলবাড়ী বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রতিনিয়ত দুর্যোগ কবলিত এলাকার মানুষের দুঃখ-কষ্টের খবর রাখছেন। তারই ছালাম পৌছে দিতে আজ আপনাদের কাছে এসেছি। তিনি প্রধানমন্ত্রী পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষের পর্যাপ্ত ত্রান সামগ্রী, সুপেয় পানিসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মন্ত্রী তেলিখালীতে পুর্ব থেকে ভাঙনে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কারে  ভূমি অধিগ্রহনে জটিলতা ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তাদের গাফিলতির কথা প্রসঙ্গ তুলে ধরে সমালোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক পিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার শুসান্ত কুসরকার,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন,সহকারী কমিশনার মোঃ ইফতেখারুল ইসলাম শামিম,কৃষিবিদ আসীম কুমার দাশ,প্রকৌশলী সাফিন সোয়েব,পিআইও ইমরুল কাযেস,কয়রা আলীগের সাধারন সম্পাদক নিশীথ রঞ্জন মিস্ত্রী, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল মন্ডল সহ সংশ্লিষ্টরা।
এদিকে ভূমিমন্ত্রীর ভাঙন কবলিত স্থান পরিদর্শন কালে স্বেচ্ছাশ্রেমের ভিত্তিতে বাঁধের কাজে নিয়োজিত হাজারে মানুষ অনেকটা বিক্ষুব্দ হয়ে মন্ত্রী’র কাছে দাবি করেন “আমরা ত্রান চাইনা,টেকসই বেঁড়িধাধ চাই”।
প্রত্যক্ষদর্শীরা জানান,মন্ত্রী পৌছানোর পুর্বে বাঁধের কাজে  মাটি কাঁটা স্কেপেমিটার ম্যাশিন সংগ্রহ না হওয়ার অভিযোগে বিক্ষুব্দ মানুষ দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলকে লাঞ্ছিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বাঁধ আটকানো সম্ভব হয়নি। সর্বশেষ  স্থানীয় সাবেক ইউপি সদস্য সুপদ রায় জানালেন রাতে জেনারেটারের আলোয় বহু মানুষ ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের কাজ চলছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA