• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন

×

সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৪ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ 

সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সকলকে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ।সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন হত্যা মামলা ও ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলাসহ ১৫টি অতি গুরুত্বপূর্ণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়।

সভায় একই সাথে সীমান্তে মাদকদ্রব্য চোরাকারবারী বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন, পৌরসভার রোড লাইটগুলো সচলকরণ, রাস্তা-ঘাটের উন্নয়ন, প্রাণ সায়রের খালকে প্রবাহমান করা, শহরে যানজট নিরসনে দিনেরবেলায় ট্রাক চলাচল বন্ধ করা, ব্যবসার নামে যত্রতত্র বালু-ইট-খোয়া ফেলে রাখায় সৃষ্ট জনভোগান্তি নিরসন, মাদকে আসক্ত প্রতিরোধে শিক্ষার্থীদের উপর নজরদারি বৃদ্ধি করা। ইভটিজিংকারী বখাটেদের আইনের আওতায় আনাসহ জেলার উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে নিয়ে আলোকপাত করা হয়। এছাড়া সিদ্ধান্ত নেয়া হয় বাস টার্মিনাল স্থানান্তরসহ প্রাণ সায়রের খাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA