• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

×

বটিয়াঘাটায় সন্ত্রাসী আলম হাওলাদার গংদের গ্রেফতার দাবি

  • প্রকাশিত সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৯ পড়েছেন

দেশ প্রতিবেদকঃ
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য, ২৭ মামলার আসামী ও এলাকার ভূমিদস্যু আশরাফুল আলম হাওলাদার ওরফে আলম হাওলাদারের অত্যাচার নির্যাতন, লুটপাট, জমি দখলের ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ওই এলাকার মোঃ ইমদাদুল হক। খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ওই সন্ত্রাসীর বিরুদ্ধে ২৬টি মামলার রেকর্ড পাওয়া গেছে। এরমধ্যে ৫টি হত্যা ও তিনটি অস্ত্র মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য মামলার মধ্যে জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ, খুন, অস্ত্র, মাদক, বাড়ীঘর ভাংচুর, অন্যের জমি দখল, মারামারি, শ্লিতহানী, চুরি, জীবননাশের হুমকিসহ অসংখ্য মামলার আসামি আশরাফুল আলম। এসব মামলায় গ্রেফতার হয়ে জেল খাটলেও বার বার জামিন নিয়ে সন্ত্রাসী, অস্ত্রবাজী, নিরীহ মানুষের জমি দখলসহ নানা অপকর্ম করে করে যাচ্ছে। অথচ তার ভয়ে এলাকার নিরীহ মানুষ মুখ খুলতে সাহস পায়না। তিনি বলেন, বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা মৌজায় ১৯৭৫ সালে তৎকালীন সরকার খাস জমি ভূমিহীনদের বন্দোবস্ত দেয়। সেই থেকে ভূমিহীনরা প্রতিবছর সরকারী খাজনা পরিশোধ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। তেতুলতলা মৌজায় জেল নং ৮০ এর ১/১ খতিয়ানে আর এস৬০০/৬০১ নং দাগে ভূমিহীন নূরুল হক ফকির ও ইউসুফ আলি মোল্লার কাছ থেকে ৮১/৮২.৫০ শতক জমি ক্রয় করেন মোঃ আবু হানিফ। এই জমির পাশে বর্তমানে ভূমিহীন ছারু মোল্লা, আজিম মিয়া, ইউসুফ আলী মোল্লা, আনোয়ার ফকির এবং

নজরুল ফকির বসবাস করছেন। আমি আবু হানিফের তত্তাবধায়ক হিসেবে ওই জমি দেখভাল করে আসছি। প্রায় ১৫ বছর ধরে ওই জমিতে পরিবার-পরিজন নিয়ে বসবাসসহ গরু পালন, দিঘিতে মাছের চাষ এবং ফাঁকা জমিতে চাষাবাদ করে জীবন- জীবিকা নির্বাহ করে আসছি। এ অবস্থায় গত ২৮ এপ্রিল ২০২৪ ইং তারিখে বেলা ১১টার দিকে সন্ত্রাসী আলম হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই জমি দখল করতে আসে। সন্ত্রাসীরা তখন আমাকে ও আমার স্ত্রীকে বেধরক মারপিট করে রক্তাক্ত জখম করে। ওইদিন এবং তার পরের দিন তিন দফা হামলা চালিয়ে গোয়ালের গরু, ঘেরের মাছ, জমির পাকা ধানসহ কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে নেয়। এছাড়া ওই সময় আমাদের উপর অত্যাচার নির্যাতন করে বের করে দিয়ে  জমি দখল করে নেয়। এই সন্ত্রাসী ঘটনায় আমি বাদী হয়ে খুলনার অতিরিক্ত জুডিশিয়ালম্যাজিষ্ট্রেট’র আমলী আদালতে মামলা দায়ের করি। ধারা – দন্ডবিধি আইনের ১২০খ/ ১৪৩/ ৪৪৭/ ৪৫২/ ৪৫৫/ ৩২৫/ ৩৭৯/ ৩৮০/ ৩৮৭/ ৩৯৪/ ৫০৬(১১)/ ১১৪/ ৩৪। মামলায় আসরাফুল আলম হাওলাদার, ইমাম হাওলাদার, সালাম হাওলাদার, কাইয়ুম হাওলাদার, নাঈম ব্যাপারী, সাইদুল হাওলাদার, জাহাঙ্গীর ব্যাপারী, ইউনুসসহ ১২ জনকে আসামি করা হয়। কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা জমি দখল করে রেখেছে। সন্ত্রাসীরাদের ভয়ে জমির মালিক মোঃ আবু হানিফ এবং আমিও এলাকায় যেতে পারছিনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA