• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

×

আজ থেকে টানা ৮ দিনের ছুটির কবলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৪ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ থেকে টানা ৮ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আজ শুক্রবার (১৪ জুন) থেকে আগামী ২১ জুন শুক্রবার পর্যন্ত বন্দরের সবধরনের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ থাকবে। তবে, এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ২২ জুন শনিবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম। ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠন এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের যৌথ মতামতের পর বিষয়টি নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে সর্ব সম্মতিক্রমে আগামীকাল ১৫ জুন শনিবার থেকে আগামী ২০ জুন বৃহস্পতিবার পর্যন্ত টানা ৬ দিন উভয় দেশের বন্দরেরআমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আজ ১৪ জুন শুক্রবার ও ২১ জুন শুক্রবার এই দুই দিন সাপ্তাহিক সরকারী ছুটি থাকায় বন্দরের কার্যক্রম কার্যত বন্ধ থাকবে। তিনি আরো জানান, আগামী ২২ জুন শনিবার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানীকার্যক্রম শুরু হবে। সাপ্তাহিক সরকারী ছুটি ও ঈদের সরকারি ছুটি ব্যাতীত বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ এসআই মাজরিহা হোসাইন জানান, বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে এবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA