• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

×

বটিয়াঘাটায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩২ পড়েছেন

দেশ প্রতিবেদকঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তুহিন রায়ের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ এনেছেন পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী জুবাইরুল হক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেললনে তিনি এ অভিযোগ করে বলেন তুহিন রায় ভারত এবং বাংলাদেশের নাগরিক। তিনি তথ্য গোপন করে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। যা নির্বাচন নিতিমালা (সংবিধান) ৬৬/২(গ) ধারা লংঘন।লিখিত বক্তব্যে আরো বলা হয়, ভারতে তার একটি বাড়ি আছে। যার নাম্বার ঘ০০৯০-১৬ DUMDUM (দমদম), পশ্চিম বাংলা, ভারত। ভারতে তার এপিক নং ঈউক-৩৭১৬৮৫৯ নব কামারগাতি শিশু শিক্ষা কেন্দ্র। অথচ তিনি তথ্য গোপন করে নির্বাচন কমিশন এব জণগনের সঙ্গে প্রতারণা করেছেন।

লিখিত বক্তব্যে জুবাইরুল হক বলেন, গত ৫ জুন ৬ষ্ট দফায় উপজেলা পরিষদ নির্বাচনে আমি চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করি। আমার প্রতিদ্বন্দি তুহিন রায় টিয়া পাখি প্রতীক নিয়ে ২৫ হাজার ০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। দ্বিতীয় হিসেবে আমি পাই ২৩ হাজার ৭৩৭ ভোট। আমি পরবর্তীতে জানতে পারি যে তুহিন রায় বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। সংবাদ সম্মেলনে তিনি তুহিন রায়ের নির্বাচিত হওয়ার ঘোষণা বাতিল করে তাকে (জুবাইরুল হককে) ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়ার দাবি জানান। এক প্রশ্নের জবাবে জুবাইরুল হক বলেন, তিনি ওয়েবসাইড ঘেটে এ তথ্য পেয়েছেন। তিনি যে স্বপক্ষে যে দালিলিক কাগজপত্র দেখান তাতে দেখা যায়- ভারতে উল্লেখিত ঠিকানায় তুহিন রায় ভোটার রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশের বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী, ছয়ঘড়িয়া এলাকার ভোটার। তার ভোটার নম্বর ৪৭০৬৯৮০৮৭০৯৩। তবে ভারত ও বাংলাদেশের ভোটারের তালিকায় তার বাবার নাম কার্তিক চন্দ্র রায় হুবহু ঠিক আছে। তার জন্ম তারিখ ০৪/০৮/১৯৭৬ উল্লেখ করা হলেও হলফনামায় জন্ম তারিখ উল্লেখ করা হয়নি।এদিকে দ্বৈত নাগরিক সম্পর্কে জানতে চাইলে বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন রায় বলেন, তিনি বাংলাদেশের নাগরিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এলাকাবাসীর দোয়া ও আর্শিবাদে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী ভুয়া কাগজপত্র তৈরী করে তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA