শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
‘দুর্নীতি-লুটপাট-দুঃশাসন হটাও’ শীর্ষক প্রতিপাদ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরের উদ্যোগে আজ ২৬ জুন ’২৪ বুধবার বিকেল সাড়ে ৫টায় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদৎএর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্দন ও সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ, জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হান্নান ও জেলা সম্পাদকমÐলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ। আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিপিবি মহানগর নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড সুজিত সাহা, কমরেড দুলাল সরকার। সংহতি জানিয়ে বক্তব্য রেখেছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সন্দীপ রায়, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. প্রীতিষ মন্ডল, টিইউসি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, তুষার বর্মণ, জামাল হোসেন, মিঠুন মন্ডল, তুষার দত্ত, ছাত্র নেতা নাহিদ হাসান, সুদীপ্ত মন্ডল, দীপ্ত রায় প্রমুখ।
এ সময়ে বক্তারা বলেন, দুর্নীতি-লুটপাট-দুঃশাসন বর্তমান সরকারের আমলে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। প্রশাসনসহ সকল সেক্টরে ২/১ ঘটনা প্রকাশ হয়েছে মাত্র। তবে এতে বর্তমান ফ্যাসিবাদী সরকারের চিত্র কিছুটা প্রকাশ পেয়েছে। প্রাথমিক অবস্থায় সরকার সাফাইয়ের চেষ্টা করলেও পরবর্তীতে নিশ্চুপ ভূমিকা পালন করছে। সরকার বর্তমান ২০২৪-২৫ বাজেট প্রকাশ করেছে। এতে ঢালাওভাবে আইএমএফ শর্ত পূরণ করা ছাড়া, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ, যুবকদের কর্মসংস্থানেরকোনো ব্যবস্থা, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হয়নি। বক্তারা এসব খাতে বাজেটে অর্থ বরাদ্দ করার এবং ঋণ খেলাপীদের শ্বেতপত্র প্রকাশ ও আদায় করা, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করার দাবী জানান। বক্তারা খুলনাসহ সারা দেশে বন্ধকৃত ২৬টি পাটকল রাষ্ট্রীয়ভাবে পুনরায় চালু এবং পুনর্বাসন ছাড়া হকার্স উচ্ছেদ বন্ধ করার আহবান জানান বক্তারা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA