• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন

×

খালিশপুর ঈদে-এ-গাদ্বীর ও ঈদ-এ-মোবাহিলা পালিত

  • প্রকাশিত সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৬ পড়েছেন

প্রেস বিজ্ঞপ্তিঃ
হাদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-এ-গাদ্বীর ও ঈদ-এ-মোবাহিলা শীর্ষক আলোচনা খালিশপুর হোসাইনী মিশন ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী।

প্রধান অতিথির আলোচনায় তিনি ঈদ-এ-গাদ্বীর ও ঈদ-এ-মোবাহিলার বিশেষ তাৎপর্য তুলে ধরে বলেন, ইসলামের ইতিহাসে এ’দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এদিনগুলোকে মূল্যায়ন করতাম তাহলে মুসলমানদের মধ্যে কোন প্রকার বিভেদ সৃষ্টি হতো না। তিনি এ গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে বিস্তারিত জানার ও উদযাপন করার আহবান জানান।

এছাড়া আলোচনা করেন খালিশপুর হাওযা-এ-ইলমিয়ার সম্মানীত অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ রেজা আলী যায়দী ও শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ শহিদুল হক। তাঁরা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। আলোচনার শুরুতে বিষয়ভিত্তিক কাসিদা পাঠ করেন যথাক্রমে সাইয়্যেদ কামরুল হাসান, সাইয়্যেদ সাবের রেজা প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA