বাংলাদেশে সাংবাদিকতা: নারী সাংবাদিকদের অভিজ্ঞতা’ বিষয়ক এক মতবিনিময় সভা নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দৃক পিকচার লাইব্রেরি’র আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলার নারী সাংবাদিক ও তাঁদের মানবাধিকার নিয়ে কাজের ধারাবাহিকতায় খুলনার নারী সাংবাদিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
আয়োজনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে, সাংবাদিকতা পেশায় নিয়োজিত নারীদের নানান গল্প, তাঁদের কাজের পরিবেশ, লিঙ্গীয় অসমতা, জীবীকা এবং মানবাধিকার বিষয়ক সমস্যাগুলো নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সামষ্টিক দক্ষতা বৃদ্ধি করা।
দৃক-এর গবেষণা ও প্রচারণা বিভাগের পরিচালক সায়দিয়া গুলরুখের পরিচালনায় নারী সাংবাদিকদের সাথে পারস্পরিক আলোচনার মাধ্যমে তাদের সমস্যা ও সমাধানের বিষয়সমূহ উঠে আসে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে নারীদের অংশগ্রহন বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা উঠে আসে।
দৃক-এর ইকুয়ালিটি, ডাইভারসিটি ও কমিউনিকেশনস অফিসার আমিনা নিয়ামত ও ফটোগ্রাফার সুমন পাল হিমু এর সহযোগিতায় এতে অংশগ্রহণ করেন সাইদা আক্তার রিনি, নাজমা আক্তার, সুমাইয়া রহমান আখিঁ, রিতা রাণী, শরিফা খাতুন শিউলি, শিল্পী আক্তার, ফারহা শেখ, জেরিন ফাতেমা, তৈয়েবা ইবনে প্রিয়ন্তি, জেসমিন আক্তার প্রত্যাশা ও হাবিবা খাতুন প্রমুখ।