• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

×

খুলনায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

  • প্রকাশিত সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৫৭ পড়েছেন

খুলনার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডরাপাড়া ইউনিয়নের ঘোনা তালতলা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার প্রতিভা মণ্ডলের জমি থেকে এগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিভা মণ্ডলের  জায়গাটি পরিত্যক্ত ছিল। বাড়ির কাজ করবেন বলে আজ মঙ্গলবার শ্রমিক নিয়োগ করেছিলেন তিনি। পিলারের জন্য দেড়ফুট মাটি কাটা হলে সেখান থেকে অস্ত্র ও গুলি দেখতে পান এক শ্রমিক। বিষয়টি প্রতিভা মণ্ডলকে জানালে তিনি থানায় খবর দেন।

এরপর পুলিশ সেখান থেকে একনলা বন্দুকের এক পাইপ, দোনলা বন্দুকের এক পাইপ, এসএমজি একটা, একনলা বন্দুকের গুলি ৬০ রাউন্ড, পিস্তলের গুলি ১৮ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের গুলি দু রাউন্ড, গুলি ৪২ রাউন্ড এবং এসএমসজি’র একটি ম্যাগজিন উদ্ধার করে।

তিনি আরও জানান, এ অস্ত্র ও গুলিগুলো অনেক আগের। এগুলোতে মরিচা ধরেছে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ এগুলো জব্দ করেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA