খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন আওয়ামী লীগের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত এবং সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ ও সমাজের সেবা করা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি অনুশীলন করে বলেই করোনা মহামারির মধ্যে সারাদেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আসন্ন মাহে রমজান মাসে খুলনা মহানগরীতে ৬৫ হাজার রেশন কার্ডের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।তিনি আরো বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে নগর থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ মোকাবেলায় খুলনার সর্বস্তরের জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ।
বৃহঃবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. ডি. এ বাবুল রানার পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, আমিনুল ইসলাম মুন্না, সামসুজ্জামান মিয়া স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ মোঃ ফারুক হাসান হিটলু, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মোঃ মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম , শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, ফকির মোঃ সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, এস এম আনিসুর রহমান, কাউন্সিরর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর বীর মুাক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, আবুল কালাম আজাদ বিকু, মোঃ মনিরুজ্জামান মনি, ইমাম হোসেন চৌদুরী, মোঃ সাইফুল ইসলাম, শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, কাউন্সিলর এম ডি এ মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর ডালিম হাওলাদার, কাউন্সিলর মোহাম্মাদ হোসেন, সুলতান মাহামুদ প্রিন্স, সাহিদা বেগম, কনিকা সাহা, মনিরা আক্তার, রেক্সনা কালাম লিলি, মাহামুদা বেগম, রাহিমা আক্তার হেনা, রনজিৎ কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, মো. ফেরদাউস হোসেন লাবু, চ.ম. মুজিবর, শেখ আবিদ হোসেন, আব্দুল হাই পলাশ, সেলিম আহম্মেদ. এ্যাড. মো. ফারুক হোসেন, মো. জাহিদুল হক, শোখ ইকবাল হোসেন, মো. নুর ইসলাম, মো. শফিউল্লাহ, মো. বাবুল সরদার বাদল, সৈয়েদ ইসমত আলী, সরদার আব্দুল হামিদ, কাজী এনায়েত আলী, মো. এশারুল হক, হাসান ইফতেখার চালু, সাহাদাৎ মিনা, সিহাব উদ্দিন, জাকারিয়া রিপন, ফাইজুল ইসলাম টিট্,ু মুন্সি মো. জাকির হোসেন, মুন্সি মো. সেলিম হোসেন, মোড়ল হাবিবুর রহমান, মো. ইমরুল ইসলাম, মো. জাকির হোসেন, সাজাহান জোমাদ্দার, জিয়াউর আলম খান, আলহাজ্ব মোতালেব হোসেন, জাফর ইকবাল মিলন, আতাউর রহমান শিকদার রাজু, কামরুজ্জামান বাবলু, রেজাউল শেখ, মো. আজম খান, শেখ জাহিদুল ইসলাম, ইউসুফ আলী খান, মো. হারুন-অর-রশিদ, জিয়াউর রহমান প্রমুখ্য।