স্ত্রী পুজা স্বর্ণকারের (২২) দায়ের করা যৌতুক নিরোধ আইন মামলায় খুবি শিক্ষক সাধণ চন্দ্র স্বর্নকার (৩২) কে কারাগারে প্রেরন করেছে আদালত। বৃহস্পতিবার জামিন আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।
বাদি পক্ষের আইনজীবী এড. মোঃ আবু হুরায়রা সোহেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। সাধণ চন্দ্র স্বর্নকার খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রভাষক। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন তেঁতুলিয়া গ্রামের যুগােল কৃষ্ণ স্বর্নকারের ছেলে। মামলার বাদিনী পূজা স্বর্ণকার তার স্ত্রী। তিনি একই উপজেলার পূর্ব তেঁতুলিয়া গ্রামের অলােক স্বর্নকারের কন্যা। তিনি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্রী।
বাদিনীর অভিযোগে জানা যায়, ২০২০ সালে খুবি শিক্ষক সাধণ চন্দ্র স্বর্নকারের সাথে পুজা স্বর্ণকারের বিয়ে হয়। বিয়ের পর তারা খুলনার সদর থানাধীন কাশেমনগর এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুক দাবি করতেন সাধন চন্দ্র স্বর্ণকার। পুজার বাবা জামাইকে বিভিন্ন সময় নগদ টাকা, মোটরসাইকেল, স্বর্নালঙ্কার প্রদান করেন। পরবর্তিতে জানা যায় খুবি শিক্ষক সাধন চন্দ্র স্বর্ণকার স্ত্রীকে রেখে বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব বিষয়ের প্রতিবাদ করায় গত ৫ জানুয়ারি পুজাকে মারপিট করে বাসা থেকে বের করে দেয়। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে যৌতুক নিরােধ আইন ২০১৮ এর ৩ ধারায় স্ত্রী পুজা স্বর্ণকার মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৭৭/২২।