• E-paper
  • English Version
  • শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

×

খুলনার ডুমুরিয়ায় অগ্নিকান্ডে ওষুধের দোকান ভষ্মিভূত

  • প্রকাশিত সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৩২ পড়েছেন

খুলনার ডুমুরিয়ায় অগ্নিকান্ডে একটি ওষুধ ফার্মেসী ভষ্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা বাজারে। এতে আনুমানিক ৮ লাখ টাকার ওষুধ ও ফার্নিচার পুড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে।

স্হানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা বাজারে রোববার দিবাগত রাত ৯টার দিকে জনৈক কৃষ্ণ দাস মল্লিকের মালিকানাধীন ‘কাব্য মেডিকেল হল’ নামের একটি ওষুধ বিক্রি প্রতিষ্ঠানে আগুন লাগে।

ওই সময়দোকান বন্ধ থাকায় প্রাথমিক পর্যায়ে আগুন লাগার বিষয়টি বুঝতে না পারায় দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায় এবং আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের আর একটি দোকান পুড়তে শুরু করে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছায়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূচনা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA