• E-paper
  • English Version
  • শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

×

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির সকল ধরনের মুক্তির বার্তা : আলোচনা সভায় খুলনা সিটি মেয়র

  • প্রকাশিত সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১২১ পড়েছেন

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বাঙালি জাতির জীবনে ৭ই মার্চ এক অবিস্মরণীয় দিন উল্লেখ করে বলেছেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দান বর্তমানে শহিদ সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে রচনা করেছিলেন ১৮ মিনিটের এক মহাকাব্য। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে ছিলো বাঙালির বর্তমান থেকে ভবিষ্যতের সকল ধরনের মুক্তির বার্তা। এই ভাষণে ছিলো বাঙালি জাতির সকল দিকনিদের্শনা। বঙ্গবন্ধু’র ভাষণে যেমন মুক্তি, স্বাধীনতার কথা ছিলো তেমনি এদেশের মানুষের অর্থনৈতিক সহ সার্বিক নিরাপত্তার নির্দেশনা।

তিনি বলেন, দীর্ঘ দিন বঙ্গবন্ধু’র ভাষণ এবং বাঙালির সঠিক ইতিহাস প্রচার করতে দেয়া হয়নি। যে কারনে তরুণ সমাজ মুক্তিযুদ্ধ সহ এদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সঠিকভাবে জানে না। ’৭১ এর পরাজিত শত্রু আর আর ’৭৫ এর খুনীরা বাঙালিকে দমিয়ে রেখেছে। আজ তারা ইতিহাসের আস্তাকুড়েতে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাস তার ধারাবাহিকায় এগিয়ে চলেছে। সুতরাং আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানিয়ে তাদের কাছে বাংলাদেশের মর্যাদার আসনে বসাতে হবে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর মত দৃঢ় সৎ নেতৃত্ব এবং আদর্শবান মানুষের পদাঙ্ক অনুসারণ করে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হবে।

গতকাল সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবসে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, সাংগঠনিক সম্পাদক অধ্যা. আলমগীর কবির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মহানগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মো. শাহজাদা, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ মোশারফ হোসেন, মাহবুবুল আলম বাবলু মোল্লা, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, মো. মোতালেব মিয়া, মীর বরকত আলী, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, অধ্যা. এ বি এম আদেল মুকুল, শেখ শাহজালাল হোসেন সুজন, আইরিন আক্তার, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি, চ. ম মুজিবুর রহমান, বাদল সরদার বাবুল, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, মো. আব্দুল আজিজ, মো. নুর ইসলাম, জামিরুল হুদা জহর, এ্যাড. মো. ফারুক হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, ইউসুফ আলী খান, নজরুল ইসলাম তালুকদার, আতাউর রহমান শিকদার রাজু, আজম খান, মো. রুহুল আমিন, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, মো. সেলিম মুন্সি, মো. মোক্তার হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, কাজী কামাল হোসেন, শেখ সেলিম হোসেন, গোলাম হায়দার বুলবুল, আব্দুর রহিম, মোর্ত্তজা শরীফ, পারভিন ইলিয়াছ, নূর জাহান রুমি, নূরানী রহমান বিউটি, মনোয়ারা বেগম, আফরোজ জেসমিন বিউটি, নাছরিন ইসলাম তন্দ্রা, আঞ্জুমানোয়ারা, রেখা খানম, কহিনুর বেগম, শবনম শাবা, মেহজাবিন খান, সাবিহা ইসলাম আঙ্গুর, মো. জিলহজ¦ হাওলাদার, মো. শহিদুল হাসান, অনিক রায়, জহির আব্বাস, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, ওমর কামাল, রাহুল শাহরিয়ার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও খুলনা বেতারে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া দিনব্যাপী মহানগর কার্যালয় সহ সকল ওয়ার্ডে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA