খুলনায় ইউএনএফপি’র আর্থিক সহায়তায় এ্যাকশন এইড বাংলাদেশের কারিগরি সহযোগিতাই জেজেএস এর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের ব্যানারে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
জলবায়ু ন্যায্যতায় অপ্রতিরুদ্ধ নারী এই শ্লোগান কে সামনে রেখে নারীর প্রতি সম্মান ও সমতা প্রাপ্তিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সন্ধ্যায় নগরীর গোলকমনি পার্কে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনাহেনা, নারী ও শিশু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট অলোকা নন্দা দাস ও নেটওয়ার্কের অন্যান্য সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন জেজেএস এর প্রোগ্রাম ডিরেক্টর জিয়া আহমেদ।