বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ খুলনা জেলার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম বলেছেন, একমাত্র ইসলাম ধর্মই শান্তির পথ দেখাতে পারে। আল্লাহর বিধান মেনে চলা, নবী- রাসুলের আদর্শ অনুসরণ করাই মুমিনের পরিচয়। আমরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে মুসলমান জাতি আজ প্রতি পদে-পদে বিপদ্গ্রস্ত হচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তি বিরাজ করছে। তাই শান্তি ফেরাতে আমাদের একমাত্র ইসলামী অনুশাসন মেনে চলতে হবে।
বুধবার লবনচরা বাজার তাফসিরুল কোরআন মাহফিল কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ওয়ার্ড কাউন্সিলর জনাব আরিফ হোসেন মিঠুর সভাপতিত্বে মাহফিলে আরো তাফসীর পেশ করেনন নগরীর ফুলবাড়িগেট মাদ্রাসার মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ ইমদাদী,হাফেজ মাওলানা আলিমুজ্জামান, মাওলানা শাহবাজ হোসেন, হাফেজ ক্বারী শাহ মোয়াজ্জেম হোসেন, মাওলানা আনোয়ার হোসাইন যশোরীসহ প্রমুখ আলেম-ওলামাগণ। মাহফিল শেষে ইসলাম দেশ ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।