রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনার সবজির বাজারে দামে স্বস্তি;কমেছে গোশ ও মাছের দাম  নির্বাচনের ট্রেন চলছে, কেউ থামাতে পারবে না : ওবায়দুল কাদের শেখ হাসিনা আমাকে এমপি না, জনতার সেবা করতে পাঠিয়েছেন : এস এম কামাল হোসেন ডলারের দাম আরও কমলো খুলনায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিশ্বব্যাপী নিরাপদ ভবিষ্যৎ প্রজন্মের দাবিতে মানববন্ধন ও প্রতিকী প্রদর্শন খুলনা—১ আসন: জনগণের জন্য কাজ করতে চান সাবেক এমপি ননী গোপাল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এর খুলনা সফরসূচি বিএনপি নেতার ভাইয়ের ইন্তেকালে শোক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নোবেল

বিএনপিকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না : বিশেষ সভায় খুলনা সিটি মেয়র

বিজ্ঞপ্তি :
  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৭৬ পড়েছেন

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপিকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না। তারা সব সময়ই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশের রাজনীতি করতে চায়। অতীতের সকল অপরাজনীতি মাধ্যমে নাশকতা, জঙ্গীবাদ, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি প্রতিষ্ঠিত করতে সকল ধরনের ষড়যন্ত্র করে। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা, হলি আর্টিজম, বিডিআর বিদ্রোহ, জঙ্গীবাদের মদদ, সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে দেশকে সম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপরাজনীতির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি আরো বলেন, তারেক রহমান লণ্ডনে বসে বাংলাদেশ অশান্ত করার ষড়যন্ত্র করছে। তারেক রহমান তথা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রমূলক দেশবিরোধী অপরাজনীতিকে রাজনীতি দিয়ে চিরতরে বন্ধ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করতে হবে।

বুধবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সদর ও সোনাডাঙ্গা থানা আয়োজিত বৃহস্পতিবারের হাদিস পার্কের জনসভা সফল করতে সিটি কর্পোরেশনের নির্বাচিত দলীয় কাউন্সিলরদের সাথে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কাজী এনায়েত হোসেন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, শেখ ফারুক হাসান হিটলু, এ কে এম সানাউল্লাহ নান্নু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর গাউসুল আজম, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর হাসান ইমাম চৌধুরী ময়না, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর কনিকা সাহা, রনজিত কুমার ঘোষ, মো: সফিকুর রহমান পলাশ, এ্যাড. তারিক মাহমুদ তারা, পারভীন ইলিয়াছ, এ্যাড. এনামুল হক, এম এ নাসিম, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বৃহস্পতিবারের শহীদ হাদিস পার্কের বিকাল ৪টার জনসভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিছিল সহকারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu