খুলনা রুপসায় ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তাঁর নিকট থেকে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রিগান চাকলাদার (৩২) খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য।
রুপসা থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রিগান চাকলাদার (৩২) নামে এক পুলিশ সদস্য কে আটক করে খুলনা কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তার নিকট থেকে ২০০ (দুই শত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১১০সিসির একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত রিগান চাকলাদার (৩২) প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সে কেএমপিতে একজন পুলিশ সদস্য হিসেবে চাকুরি করেন। তিনি বাগেরহাট জেলার নোনাডাঙ্গা গ্রামের মোঃ জিন্নাত চাকলাদারের ছেলে।
শুক্রবার (০১ এপ্রিল) আটককৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে রুপসা থানায় কোস্টগার্ডের সদস্য আঃ হালিম পিও বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন।