• E-paper
  • English Version
  • শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

×

কয়রায় অতিরিক্ত জেলা প্রশাসকের ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন

  • প্রকাশিত সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৬৮ পড়েছেন

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (আশ্রয়ণ-২ প্রকল্প) অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে কয়রা উপজেলায় তৃতীয় পর্যায়ে ২য় ধাপে “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডল।

শনিবার সকাল ১০টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের দিঘীর পাড়ে প্রকল্পের ১০টি নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন। এসময় তিনি ঘরের গুনগতমান নিয়ে সুবিধাভোগীদের সাথে কথা বলেন। এবং নির্মাণ কাজের গুণগতমান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে । তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ঘর নির্মাণে কোনো প্রকার অনিয়মন মেনে নেওয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস,সহকারী কমিশনার ভূমি এম সাইফুল্লাহ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, ইউপি সদস্য গনেশ চন্দ্র মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA