খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কটুক্তিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। যেভাবে ৪ জুনের বিক্ষোভ মিছিলে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানো হয়েছে। এরচেয়ে দ্বিগুন শক্তি নিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ‘৭৫ এর খুনিদের চিরতরে স্তব্ধ করে দিতে হবে। তিনি ৪ জুনের বিক্ষোভ মিছিল সফল করায় সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
সোমবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে গণমিছিল সফল করায় সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, রনজিত কুমার ঘোষ, আইরিন চৌধুরী নীপা, এস এম আসাদুজ্জামান রাসেল, নজরুল ইসলাম তালুকদার, এ্যাড. মো. ফারুক হোসেন, ফয়জুল ইসলাম টিটো। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার সঞ্চালনায় এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, মো. মফিদুল ইসলাম টুটুল, মাহবুবুর রহমান বাবলু মোল্লা, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, অধ্যা. এ বি এম আদেল মুুকুল, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর ইমাম হোসেন চৌধুরী ময়না, কাউন্সিলর গোলাম মওলা সানু, কাউন্সিলর আরিফুল ইসলাম মিঠু, কাউন্সিলর কণিকা সাহা, এ্যাড. এনামুল হক, মো. আমির হোসেন, এ্যাড. তারিক মাহমুদ তারা, মো. রুহুল আমিন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উল্লাহ, মো. নুর ইসলাম, মো. জাহিদুল হক, মো. ইউসুফ আলী খান, শেখ এশারুল হক, মো. আব্দুল হালিম, এ্যাড. মোশাররফ হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, শেখ হাসান ইফতেখার চালু, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, মল্লিক নওশের আলী, সবনম সাবা, বিপ্লব সাহা, ফেরদৌস আলম রিতা, রেখা খানম, সুপ্তি হাসান, এ্যাড. শাম্মি আক্তার, মো. শহীদুল হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।