• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

×

মোংলায় পুলিশের জব্দ করা কোবরা সাপ সুন্দরবনে অবমুক্ত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২০০ পড়েছেন

বাগেরহাটের মোংলা থানায় আসামীর কাছ থেকে জব্দকৃত কোবরা সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে থানা থেকে সাপটি করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের কাছে হস্তান্তর করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। সাপটিকে রাতেই সুন্দরবনের করমজল খাল পাড়ে অবমুক্ত করা হয়েছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সোহেল গারুলী (৩৫) ও জাকির গারুলী (৪০) এবং তাদের মোটরসাইকেল ড্রাইভার নজরুল কোবরা সাপটি নিয়ে সোমবার বিকেলে মোংলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া গ্রামের আলতাফের বাড়ীতে যান। তারা ওই বাড়ীতে ঢুকে পানির খাওয়ার কথা বলে সেখানে অবস্থান নেন। এরপর তাদের কাছে থাকা সাপ বের করে ওই ঘরের গৃহিনীকে ভয়ভীতি দেখিয়ে ঘরে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার যা আছে তা দিয়ে দিতে বলেন। কিন্তু গৃহিনী তা দিতে অস্বীকৃতি জানালে তারা সাপটি তার গলায় পেচিয়ে দেন। এ সময় ওই গৃহিনীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। পরে পুলিশ সাপসহ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যান। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে আদালতে পাঠায় পুলিশ। আর আদালত সাপটিকে সুন্দরবনে অবমুক্তের জন্য বনবিভাগের কাছে হস্তান্তরে পুলিশকে আদেশ দেন। সেই আদেশ মোতাবেক পুলিশ মঙ্গলবার রাতে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করে। বন কর্মকর্তা আজাদ কবির আরো বলেন, এ সাপটি নাম খৈয়ে কোবরা। যা লম্বায় ৪ ফুট, আর বয়স প্রায় দুই বছর। সাপটি থানা থেকে এনে করমজল খালের পাশে বনে ছেড়ে দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA