• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

×

আব্দুস সোবহান বঙ্গবন্ধুর একজন নিঃস্বার্থ কর্মী হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন : স্মরণসভায় সিটি মেয়র

  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৪৬ পড়েছেন

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শ্রমিক নেতা শেখ মো: আব্দুস সোবহান ২০০৬ সালের ১৬ জুলাই মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পিতার হাত ধরে স্বাধীনতার পূর্বে খুলনা এসে মৌলভিপাড়ায় বসবাস শুরু করেন। ছাত্র অবস্থায় জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার সাংগঠনিক সক্ষমতা ও নেতৃত্বের কারনে আমৃত্যু জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি অত্যান্ত সাধারন জীবন যাপন করতের,বঙ্গবন্ধুর একজন নিঃস্বার্থ কর্মী হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি আরো বলেন, দলের দূর্দিনে পরিবার পরিজন ছেড়ে তৎকালীন শাষক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আব্দুস সোবহান দলীয় কার্যালয়ে অবস্থান করতে এবং কর্মীদের যে কোন প্রয়োজনে পাশে দাঁড়াতেন। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারই কনিষ্ঠ পুত্র আসাদুজ্জামান রাসেল ছাত্র রাজনীতিতে সক্রিয় হন, বর্তমানে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। ত্যাগী এই শ্রমিক নেতার রুহের মাগফিরাত কামনা করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভুমিকা রাখার জন্য তরুন নেতা কর্মীদের প্রতি আহবান জানান তিনি। শনিবার বিকাল সাড়ে ৫টায় খুলনা মহানগর দলীয় কার্যলয়ে শ্রমিক নেতা শেখ মো: আব্দুস সোবহানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মরণ সভা ও দোয়া মাহফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, শ্যামল সিংহ রায়, মো: আকিল উদ্দিন, বি এম জাফর, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম ও নগর যুবলীগ যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ সাহাজালাল হোসেন সুজন এবং নগর স্বেচ্ছাসেবক লীগ ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মো: আবু হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান রাসেলের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মীর বরকত আলী, নেতা গোলাম মাওলা টিংকু, মো: জিলহাজ্ব হাওলাদার, কামরুল ইসলাম, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, মো: জাহাঙ্গীর হোসেন, শরিফুল ইসলাম প্রিন্স, মো: বুলবুল আহমেদ, আশরাফুল আলম বাবু, নুর হাসান জনি, তাইজুল ইসলাম তাজু, কামরুজ্জামান ইমরান, শেখ রায়হান উদ্দিন, মো: আসিফ সবুজ, রবিউল ইসলাম প্রিন্স, শংকর কুন্ডু, মো : ইসমাইল হোসেন ইমন, নাসির উদ্দিন, মুন্সি সালাহউদ্দিন দুলাল, সরদার আসাদুল ইসলাম সানি, মো: দেলোয়ার হোসেন, রাজিব হোসেন, শিহাব উদ্দিন, আতিকুল ইসলাম সোহাগ, মো: আমিরুল ইসলাম বাবু, মো : নাঈম দেওয়ান, মারুফ চৌধুরি রিমন, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম কাজল, জসিম খলিফা, কুমারেশ মন্ডল, পিয়াল হাসান, রবিন ধর, আকরাম হোসেন, মোঃ বাপ্পি, মো: আনিস, রাম মোহন, জাহিদুল ইসলাম জাহিদ, মো: মারুফ, মো: জাকির হোসেন খোকা, মো: রুবেল, নবাব আহম্মেদ, বাইজিদ হোসেন, মো: রাজিব, রফিক খান, আলাল হোসেন, মেহেদি হাসান, শাজাহান শিকদার, ইজাজুল ইসলাম, সম্রাট হাওলাদার, মোঃ রাজ্জাক, মো: সোহেল, শেখ বাপ্পী, জিম, মুন্সি শামিম,মো: সাহিদ, মো: হানিফ, মো: মাসুম, মো: জাহিদ, মো: নাসির, মো: আলাল প্রমুখ। স্মরন সভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আজমীরি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: তরিকুল ইসলাম। এছাড়াও তার রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের পক্ষথেকে মৌলভীপাড়া জামে মসজিদে জোহর নামাজের পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA