• E-paper
  • English Version
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

×

সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে  : খুলনা সিটি মেয়র

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২১২ পড়েছেন

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা নগরীতে আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সময় হয়নি। আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের উন্নয়নে বিশ্বাস করে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে জয়লাভ করতে সকল কোন্দল ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ২২ জুলাই কর্মীসভা সফল করতে নিষ্ঠার সাথে প্রত্যেকটি কর্মীকে কাজ করতে হবে। আমরা ব্যবহার দিয়ে, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে। নতুন কমিটির কাছে সবার প্রত্যাশা অনেক বেশি। আওয়ামী লীগের কেউ সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দলের বদনাম করলে কাউকে ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ৩১নং ওয়ার্ডের হাজী মালেক কলেজে ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি শেখ আইয়ুব আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর আরিফুল ইসলাম মিঠু, কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি। সভায় সভাপতিত্ব করেন ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মুন্সি মোস্তাফিজুর রহমান। ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, ফায়েজুল ইসলাম টিটো, এ্যাড. জেসমিন সুলতানা জলি, শেখ মোঃ ফারুক হোসেন, আব্দুল জলিল জমাদ্দার, মোঃ শহীদুল হাসান, এনামুল কবির, মোঃ শরিফুল ইসলাম মুন্না, শামীমুর রহমান শামীম, আব্দুল বারেক, আব্দুর রব, সাইদুর রহমান টিটু মোল্লা, ইউনুস আলী সার্ভেয়ার, ইখতিয়ার উদ্দিন মোল্লাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA