খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা, খুলনা চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক আজিজুল হাসান দুলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২০ আগস্ট সকাল ১০টায় তিনি অসুস্থতা অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হার্ট ব্লক ধরা পরে। তাৎক্ষণিক তাকে রিং পরানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসে পানি জমে। তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। আজ সোমবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে আজিজুল হাসান দুলুর মৃতদেহ আজ খুলনায় আনা হয়েছে। বাদ এশা শহীদ হাদিস পার্ককে দুলুর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।