খুলনায় সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রাজা। সমাবেশে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের উপ-মাব্যবস্থাপক মোঃ হেদায়েত হোসেন সেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক আবু সাঈদ মোঃ আরিফুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড মহাব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান সিদ্দিকী, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক অরুণ প্রকাশ বিশ্বাস, রূপালী ব্যাংকে মহাব্যবস্থাক ইকবাল হোসেন খাঁ, কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে ৪০ জন নারী উদ্যোক্তাদের মাঝে ৩ কোটি ৭২ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়। এসময়ে খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং খুলনা অঞ্চলের শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।