• E-paper
  • English Version
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

×

খুলনার রূপসায় ছবিসহ কুরুচিপূর্ণ পোষ্ট ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • প্রকাশিত সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৪৪ পড়েছেন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাম বিকৃত করে ছবিসহ কুরুচিপূর্ণ অসত্য মানহানিকর পোষ্ট দেওয়ার অভিযোগে বিজ্ঞ সাইবার ট্রাইবুনাল খুলনার আদালতে মামলা দায়ের করা হয়েছে। খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বাসিন্দা মৃত দেলোয়ার আহমেদের পুত্র মো: মোজাফফর হোসেন বাদী হয়ে একই গ্রামের মৃত সুরত আলী খানের পুত্র রাজু আহম্মের খান শহীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন।

মামলার বিবরনে জানা যায়, মামলার বাদী মোজাফফর হোসেনের জাবুসা বিলে ইলাইপুর আদর্শ মৎস্য খামার নামে একটি ৫৭ শতকের ঘের রয়েছে। যেখানে সে ২০১২ সাল থেকে সফলতার সাথে মৎস্য চাষ করে আসছেন। কিন্তু তার ঘের ব্যবসায় ঈর্ষািন্বিত হয়ে রাজু আহম্মেদ খান শহীদসহ তার লোকজন ঘের দখলের জন্য এসকেভেটোর নিয়ে ঘেরের ভেড়ীবাধ ভেংগে ফেলার চেষ্টা চালায়। এ সময় মোজাফফর হোসেন বাধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদর্শন করে চলে যায়। তারপর ঘের দখলের অপচেষ্টায় ব্যর্থ হয়ে গত ২৮ জুন রাতে রাজু আহম্মেদ খান শহীদ তার নিজস্ব ফেসবুক আইডিতে বাদীর নাম বিকৃত করে ছবিসহ কুরুচিপূর্ণ অসত্য মানহানিকর পোষ্ট ছেড়ে দেয়। ফলে সামাজিক ভাবে বাদী মোজাফফর হোসেনের মান সম্মান মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। যার কারনে সে গত ৬ জুন বিজ্ঞ সাইবার ট্রাইবুনাল খুলনার আদালতে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। যার নং-সি আর- ৩৫/২৩ তারিখ-০৬/০৬/২৩ ইং। বিষয়টি নিয়ে মামলার বাদী মোজাফফর হোসেন বলেন, উদ্দেশ্যপ্রণীতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটা ছাড়া হয়েছে। যার কারনে আমার মান সম্মান মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA