২২ জুন বেলা ১১ টায় খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর জোড়াগেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেসিসি পরিচালিত কোরবানির পশুর হাটের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আজ বুধবার বেলা ১১ টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি’র পশুর হাট পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পশুর হাট পরিচালনা কমিটির আহবায়ক মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম (মুন্না)।
সভায় কেসিসি’র নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকসহ নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক’কে পশুর হাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সভায় প্রশাসনের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে হাট এলাকায় ২টি ওয়াচ টাওয়ার নির্মাণ, ক্রেতা বিক্রেতাদের খরতাপ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে একাধিক শেড নির্মাণ, হাটে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত রাখা, নগরীর অবৈধ হাট উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা, জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থাসহ ঈদের দিন পশুবর্জ্য দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান মনি, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, রেকসনা কালাম লিলি, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ^াস প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।