• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

×

বরিশালে বাসের ধাক্কায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৪৪ পড়েছেন

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে গত ১৮ জুন বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠী ও বন্ধুরা। সোমবার দুপুর ১টার দিকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের বিচারের আশ্বাস দিলে অর্ধঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।

মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান, গত ১৮ জুন বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী এলাকায় ডলফিন পরিবহনের একটি বাসের ধাক্কায় শিক্ষার্থী তাজিম আহমেদ আলভী নিহত হয়। এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন তারা। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিচার দাবিতে দুপুরে নগরীর চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করেন আলভীর বন্ধু ও সহপাঠীরা। ব্যস্ততম মহাসড়ক অবরোধ করায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল হক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চালককে আইনের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA