বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে গত ১৮ জুন বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠী ও বন্ধুরা। সোমবার দুপুর ১টার দিকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের বিচারের আশ্বাস দিলে অর্ধঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।
মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান, গত ১৮ জুন বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী এলাকায় ডলফিন পরিবহনের একটি বাসের ধাক্কায় শিক্ষার্থী তাজিম আহমেদ আলভী নিহত হয়। এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন তারা। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিচার দাবিতে দুপুরে নগরীর চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করেন আলভীর বন্ধু ও সহপাঠীরা। ব্যস্ততম মহাসড়ক অবরোধ করায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল হক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চালককে আইনের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।