অবশেষে কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার খুঁজে পেয়েছেন তার অভিমান ভাঙানোর মানুষটিকে। সম্প্রতি পারিবারিকভাবে ব্যবসায়ী আসিফ নাওয়াব চিশতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গেল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই তরুণ কণ্ঠশিল্পীর বাগদান ও আকদ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বন্ধু-বান্ধব ও সংগীতের অনেকে।
জানা গেছে, ব্যবসায়ী আসিফ নাওয়াবের সাথে বুশরার পরিচয় হয় এক মিউচুয়াল বন্ধুর সুবাদে। পিএইচডির কারণে ৫ বছর ধরে ভারতে বসবাস করছেন বুশরা, তাই চিশতির সাথে কথোপকথন শুরু হয় অনলাইনে। খুব অল্প সময়েই দু’জন দু’জনের খুব কাছের বন্ধুতে পরিণত হন। সেই বন্ধুত্ব সকলের আশীর্বাদ ও ভালোবাসায় পরিণতি পেয়েছে।
বুশরা ও চিশতি দম্পতি সকলের কাছে তাদের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন। আসছে ডিসেম্বরে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গত বছরের বুশরা শাহরিয়ারের ‘একশো নালিশ’, ‘তোমার যদি’ গানটি সহ অতীতের উৎসবের বাংলাদেশ, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘খেলাধুলার বাংলাদেশ’, ‘গল্প হবি আয়’ ইত্যাদি মিউজিক ভিডিও গুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।