♦ সদর থানা আ’লীগের আলোচনা সভায় নবনির্বাচিত সিটি মেয়র
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ বাংলার দুঃখী মানুষের প্রাণের সংগঠন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বাঙালির অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হয়। গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্য ধারণকারী আওয়ামী লীগ নানা ঘাত-প্রতিঘাত ও সুদীর্ঘ আন্দোলন-সংপ্রামের পথ পরিক্রমায় অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়। তার পরেও আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে সমস্ত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিলো বলেই বাংলাদেশের জন্ম হয়েছিল। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলার মানুষ মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এ দেশকে স্বাধীন করেছিল। পরবর্তী দেশি-বিদেশী চক্রান্তে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই সাথে আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করার পায়তারা চলে। দলের চরম ক্রান্তিকালে ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ হয়। জনগণের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা দেশেরও হাল ধরেন। তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে উন্নয়নশীল দেশ। আগামীর উন্নত বাংলাদেশ গড়তে তিনি বদ্ধ পরিকর। আর এজন্যই দেশের উন্নয়নে শেখ হাসিনার মতো নেতৃত্বের প্রয়োজন। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা আওয়ামী লীগ নেতা এ্যাড. তারিক মাহমুদ তারার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মাহবুবুল আলম বাবলু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, বাবুল সরদার বাদল, এ্যাড. মোস্তাফিজুর রহমান, মো. আতাউর রহমান শিকদার রাজু, নজরুল ইসলাম তালুকদার, মো. আযম খান, মো. ফয়েজুল ইসলাম টিটো, মুন্সি মো. সেলিম আহমেদ, মো. শিহাব উদ্দিন, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. জহিরুল ইসলাম পলাশ, মল্লিক নওশের আলী, নজরুল ইসলাম, বিপ্লব সাহা লব, শরিফুল ইসলাম মুন্না, ফেরদৌস আলম রীতা, রেখা খানম, ছাত্রনেতা জব্বার আলী হীরা, সালমান ফারসী, ওমর কামাল, রাহুল শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।