মাগুরা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭৪ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৮২০ টাকার বাজেট ঘোষাণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পৌর মেয়র খুরশীদ হয়দার টুটুল পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। বাজাটে মোট আয় ধরা হয়েছে ৭৪ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৮২০ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৭৪ কোটি ৮১ লাখ ৪৫ হাজার ৩৭৩ টাকা। ১ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৪১৪ টাকার প্রারম্ভিক জের সহ সার্বিক বাজেট উদ্বৃত্ত ধরা হয়েছে ৮২ লাখ ১৮ হাজার ৮৬১ টাকা।
অনুষ্ঠানে পৌর মেয়রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসাক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহাদাত হোসেন মাসুদ।