বিজ্ঞপ্তি: ঈদ এলেও মানুষের মাঝে কোনো আনন্দ নেই। দেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ আজ দিশেহারা। নিম্ন মধ্যবিত্ত পরিবার আজ ঢুকরে কাঁদছে। ঈদের আনন্দ দুরের কথা তারা অনেকেই পরিবার পরিজনকে ঠিকমতো খাবার দিতে পারছেন না। সরকারের অবাধ লুটপাটে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের মানুষ ফুসে উঠেছে লুটেরা আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
অবৈধ সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। বিএনপির সমাবেশে সাধারণ মানুষ দলে দলে যোগ দিচ্ছে। শীঘ্রই এ সরকারের পতন ঘটবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হবে। বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদ উল আযহার দিনে ঈদ নামাজ শেষে দিনব্যাপী নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও খুলনা-৩ নির্বাচনী আসনের বাসিন্দাদের সাথে ঈদের সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পতন নিশ্চিত দেখে তারা (সরকার) অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। এদেশের মালিক জনগণ। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি শীঘ্রই একদফা আন্দোলনের ডাক দিবে। এদেশ কারো রাজত্বে চলে না। বিএনপির হাজার হাজার কর্মী জেলে আছে। কারো দয়ায় নয় আন্দোলনের মাধ্যমেই কারাবন্দিদের মুক্ত করা হবে। এ সময় মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।