বিজ্ঞপ্তি: ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু শ্যামল ঘোষ পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে শেষ নি:শাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গল্লামারী শশ্মানে স্বর্গীয় শ্যামল ঘোষের সৎকার করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ¦ মিজানুর রহমান মিজান, ওয়ার্ড সভাপতি মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজু, মিজানুর রহমান নাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এদিকে আওয়ামী লীগ নেতা শ্যামল ঘোষের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও স্বর্গীয় বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।