খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ রবিবার দুপুরে তিনি খুলনা প্রেসক্লাবে আসেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজার হাতে শুভেচ্ছা স্বরুপ ফুলের তোড়া তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহকারী সম্পাদক সুনীল কুমার দাস, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. কে এম ইকবাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ মোঃ ইমরুল কায়েস, এ্যাডভোকেট এনামুল হক, এ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, খুলনা প্রেসক্লাবের সদস্য দিলীপ কুমার বর্মন, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা, সাংবাদিক পলাশ চন্দ্র ঢালী, খন্দকার খবিরুজ্জামান বাপ্পিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।