সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার পি ডব্লিউ ডি স্কুলের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের পরিবারসহ বসবাস  দৈনিক খুলনা টাইমস এখন ৬ষ্ঠ বর্ষে খুলনা ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনার সবজির বাজারে দামে স্বস্তি;কমেছে গোশ ও মাছের দাম  নির্বাচনের ট্রেন চলছে, কেউ থামাতে পারবে না : ওবায়দুল কাদের শেখ হাসিনা আমাকে এমপি না, জনতার সেবা করতে পাঠিয়েছেন : এস এম কামাল হোসেন ডলারের দাম আরও কমলো খুলনায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিশ্বব্যাপী নিরাপদ ভবিষ্যৎ প্রজন্মের দাবিতে মানববন্ধন ও প্রতিকী প্রদর্শন খুলনা—১ আসন: জনগণের জন্য কাজ করতে চান সাবেক এমপি ননী গোপাল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এর খুলনা সফরসূচি

ভারত থেকে কাঁচা মরিচ আসার পর দর নামল ২০০ টাকায়

রিপোর্টার
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৫ পড়েছেন

আমদানি করা কাঁচা মরিচ দেশের বাজারে ঢোকার পর এক দিনেই দাম এক-তৃতীয়াংশ নেমেছে ঢাকার বাজারে।

সোমবার যাত্রাবাড়ী, মতিঝিল ও কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে কঁাচা মরিচ বিক্রি হতে দেখা গেছে ২০০ টাকা কেজিতে। অথচ রোববারও এই বাজারগুলোতে কাঁচা মরিচের খুচরা দাম ছিল অন্তত ৬০০ টাকা।

ভারত থেকে আমদানি করা এবং দেশীয় জাত সব ধরনের কাঁচা মরিচই এক দামে বিক্রি হচ্ছে রাজধানীতে কাঁচা পণ্যের প্রধান আড়ৎ কারওয়ান বাজারে।

অথচ একদিন আগেও দেশি মরিচ মানভেদে প্রতি কেজি কারওয়ান বাজারে পাইকারি পর্যায়ে ছিল ৫০০ থেকে ৫২০ টাকা, খুচরা পর্যায়ে বিক্রি হয়েছিল ৬০০ থেকে ৬৫০ টাকা।

রোববার বিকাল নাগাদ ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বাংলাদেশে ঢুকেছিল ৫৫ টন, যা রাতেই কারওয়ান বাজারসহ বিভিন্ন আড়তে চলে আসে।

তাতে দাম কমার পাশাপাশি বাজারগুলোতে আগের দিনের চেয়ে কাঁচা মরিচের সরবরাহও বেশি দেখা গেছে।

রোববার রংপুরের যে মরিচ ৫২০ টাকায় বিক্রি করেছিলেন কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী হাবিবুর রহমান, সোমবার তা ২০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়।

পাইকারদের মরিচ কেনায় খরচ পড়ছে প্রতি পাল্লা (পাঁচ কেজি) ৭৫০ টাকা। পরিবহন ও শ্রমিক মজুরি ও জায়গা ভাড়া বাবদ প্রতি কেজিতে খরচ দাঁড়িয়েছে ১৭০-১৮০ টাকা।

সেই মরিচ প্রতি কেজি ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন জানিয়ে হাবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাজার দর দেইখা কিনি আর বেচি। কমে পাইলে কমে বেচি, আর বেশি দামে কিনলে বেশি দামেই বিক্রি করি।”

দেশি জাতের মরিচের দাম এক দিনেই এত কমে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আড়তে যারা মরিচ নিয়ে আসেন, তারা দরের বিষয়টি বলতে পারবেন। আমরা তাদের কাছ থেকেই যে দরে কিনি, তার সঙ্গে খরচ বাদ দিয়ে সামান্য লাভে বিক্রি করে দিই।”

কারওয়ান বাজারে দেশি ও আমদানি করা উভয় কাঁচা মরিচই এক দরে বিক্রি হচ্ছিল

দ্রুত পচনশীল এ পণ্য কেনার পরপরই বিক্রি করে দিতে চেষ্টা করেন আড়তের ব্যবসায়ীরা, বলেন আরেক পাইকারি ব্যবসায়ী বেলাল আহমেদ।

তিনি  বলেন, “আমাগো হাতে কিছুই নাই। আনি যে দরে কিনি, তার চেয়ে সামান্য বেশি দরে বিক্রি করি। দর লুকানোর কিছুই নাই। পাইকারি আর খুচরা দর এখন বাজারের সবাই জানে।”

পাইকারির পাশাপাশি কারওয়ান বাজারে খুচরা বাজার রয়েছে, যার প্রধান ক্রেতা সেখানকার সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিসের কর্মচারীরা।

অফিস শেষে বিকেল সাড়ে ৪টায় কাঁচা বাজারে মরিচ কিনতে এসে শাহনাজ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বেশি দাম দেখে কেনা বাদ দিয়েছিলাম। বাসায় যা ছিল তাই দিয়ে চালিয়ে একদিনের অপেক্ষায় ছিলাম। খবরে শুনেছিলাম মরিচ আমদানি হচ্ছে। আজ দাম কমে আসায় আধা কেজি কিনলাম ১০০ টাকা দিয়ে।”

দুই মৌসুমের মধ্যবর্তী সময় বর্ষায় কাঁচা মরিচের সরবরাহ কমে দাম একটু বাড়ে প্রতিবারই। কিন্তু এবার দর ক্রেতাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। দুই সপ্তাহ আগেও দাম যেখানে কেজিপ্রতি একশ থেকে দেড়শ টাকার মাঝে ছিল, তা ৭০০ টাকায়ও উঠে যায়।

এই পরিস্থিতিতে ঈদের আগে তিন মাসের জন্য কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।

বেনাপোল স্থলবন্দরে খালাস করা হচ্ছে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ।

রোববার পর্যন্ত কৃষি মন্ত্রণালয় আমদানির অনুমতি দিয়েছিল ৩৬ হাজার ৮৩০ টনের। সোমবার তা আরও বাড়ে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচলক (আমদানি) মুহাম্মদ লিয়াকত হোসেন খান বলেন, “শুধু সোমবার বিকাল ৪টা পর্যন্ত (এক দিনে) ভোমরা, বেনাপোলসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ১৪২ টন কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে ভারত থেকে।

“সরবরাহ বাড়াতে অনুমোদন বাড়িয়ে সোমবার পর্যন্ত ৪৬ হাজার ২৩০টন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে সোমবার বিকাল ৪টা পর্যন্ত দেশে এসেছে ২২৯ টন কাঁচা মরিচ।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu