বিজ্ঞপ্তি:খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বাংলাদেশ এখন গণঅভ্যুত্থানের প্রসব বেদনায় ভুগছে। যে কোন সময় গণঅভ্যুত্থানের মাধ্যমে অবৈধ হাসিনা সরকারের বিদায় নিতে বাধ্য হবে। ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার (৮ জুলাই) বিকালে অনুষ্ঠিত দৌলতপুর থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আহবায়ক আবু মো,মুরশিদ কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি সবাইকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, যেকোন সময় সরকার বিরোধী একদফার আন্দোলনের ডাক আসবে। আর সেই ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নিতে হবে। থানা সদস্য সচিব শেখ ইমাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কে এম হুমায়ুন কবীর, শেখ আনসার আলী, নেহিবুল হাসান নেহিম, নুর ইসলাম বাচ্চু, মতলুবুর রহমান মিতুল, শফিকুল আমিন লাভলু, আব্দুল ওহাব, সরদার আরব আলী,মাজেদুল ইসলাম.পারভেজ ইসলাম,রাজাউর রহমান প্রিন্স.মিজানুর রহমান, শেখ নাজিম,সিরাজুল ইসলাম সানি.বেল্লাল হোসেন,রকিবুল ইসলাম মিঠু,মাইনুল ইসলাম,আইয়ুব আলী,শামীম আজাদ মিলু,রাসেলুজ্জামান.হুমায়ুন হোসেন,এম এম জসিম,মহিদুল ইসলাম,সালমা বেগম,আল আমিন রতন,আল আমিন লিটন,মাহবুবুর রহমান,জাকির হোসেন, ইয়াসিন গাজী.শেখ সাজ্জাদ হোসেন রিপ্পি.এম এম শফি,রবিউল ইসলাম,পারভেজ মিজান,হায়দার আলী লাবু,সাঈদুজ্জামান.এহসানুল ইসলাম শিথিল,মদিনা বেগম.নারায়ণ মিশ্র.রাকিব হোসেন,রওশন মোস্তাফিজ নয়ন,আশরাফুল ইসলাম,হাবিবুর রহমান,মোঃ রনি শেখ,ইসমাইল শেখ,মনিরুল ইসলাম,শেখ গোলাম নবী,আসমা সুলতানা হীরা.ইকবাল হোসেন,মাসুদ মল্লিক,শেখ অহিদুজ্জামান রনি,মোঃ রাজু শেখ,রাশেদ খান,রফিকুল ইসলাম,আমিরুল ইসলাম,আবদুল লতিফ, শেখ মাসুম প্রমুখ।