ক্যাম্পেইনের আওতায় নগরীর ৩১টি ওয়ার্ডে ফাইজার ভ্যারিয়েন্ট কন্টেইনিং (ভিসিভি) এর ৩য় ও ৪র্থ ডোজ, সিনেফার্ম-এর ১ম ও ২য় ডোজ এবং ৫-১১ বছর বয়সী শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন প্রদান করা হবে।
ক্যাম্পেইনে প্রাপ্যতা অনুযায়ী ১৮ বছরের তদুর্ধ্ব নাগরিকদের সিনোফার্ম ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ, ১৮ বছর বয়সের উর্দ্ধে সকল নাগরিকদের ফাইজার ভিসিভি’র ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে। ২য় ডোজ গ্রহণের পর কমপে যাদের ৪ মাস অতিক্রান্ত হয়েছে তাদেরকে ফাইজার ভিসিভি’র ৩য় ডোজ (বুস্টার) ভ্যাকসিন এবং ৫ থেকে ১১ বছর বয়সী যে সকল শিশু ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি ক্যাম্পেইনে তাদেরকে ২য় ডোজ পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন প্রদান করা হবে।
কর্মসূচি সফল করার ল্েয ওয়ার্ড পর্যায়ে ২টি কেন্দ্রে ২টি টিম নিয়োজিত থাকবে। প্রতিটিমে ২ জন টিকাদানকারী এবং ৩ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। ভ্যাকসিন গ্রহণকারীদের অবশ্যই ভ্যাকসিন পরবর্তী সনদ নিতে সুরা এ্যাপসে রেজিস্ট্রেশন ও আপডেট নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে।