• E-paper
  • English Version
  • শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

×

বাফুফের দুর্নীতির তদন্ত অনুসন্ধানে ক্রীড়া মন্ত্রণালয়

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২২৮ পড়েছেন
বাংলাদেশ ফুটবল ফেডারেশ গত কয়েক মাস ধরে নেতিবাচক খবরের শিরোনামে। আর্থিক অনিয়ম, দুর্নীতি নিয়ে বাফুফের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে রিটও হয়েছে। হাইকোর্টের আদেশ অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সেই তদন্ত কমিটি আগামীকাল বাফুফেতে দুপুরে একটি সভা করবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিতে রয়েছেন অতিরিক্ত সচিব ( ক্রীড়া -১) যুব ও ক্রীড়া মন্ত্রনালয়; জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ( ক্রীড়া -২ ), জাতীয় ক্রীড়া পরিষদের উপ সচিব ( বাজেট) ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক অর্থ।
আগামীকাল বাফুফে ভবনেই এই তদন্ত কমিটি সভা করবে। বাফুফেকে সভার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তদন্ত প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন, ‘আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA