ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসুস্থ শেখ নাজিবুর রহমান নাজুকে দেখতে বুধবার রাতে নগরীর ২৪নং ওয়ার্ডের বাসভবনে যান খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সিটি মেয়র এসময় আওয়ামী লীগ নেতা নাজুর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং আশু রোগমুক্তি কামনা করেন। এসময়ে খুলনা মহানগর যুবলীগের সভাপতি মোঃ সফিকুর রহমান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান নাজু অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার তাকে ভারতে নিয়ে যাওয়া হবে। তার সুস্থতা ও দীর্ঘায়ূর জন্য পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও দলীয় নেতা কর্মীদের দোয়া কামনা করেছেন। শেখ নাজিবুর রহমান নাজু খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস ও ছাত্রলীগ নেতা রাহুল শাহরিয়ারের পিতা।