ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান নাজু অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ভারতে নিয়ে যাওয়া হবে। তার সুস্থতা ও দীর্ঘায়ূ জন্য পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও দলীয় নেতা কর্মীদের দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, শেখ নাজিবুর রহমান নাজু খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস ও ছাত্রলীগ নেতা রাহুল শাহরিয়ারের পিতা।
এদিকে শেখ নাজিবুর রহমান নাজুর সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী